Judiciary: Bangladesh Skip to main content
 

আমাদের কথা

মাগুরার নামকরণ এবং ইতিহাস

খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে

–প্রচলিত এ ছড়াটি মাগুরার মগ এবং বর্গী নামীয় জলদস্যুদের নামের মাধ্যমেই প্রসার লাভ করেছে।

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক সমৃদ্ধ জনপদের নাম মাগুরা। ১৭৮৬ সালে ব্রিটিশ আমলে বাংলা প্রদেশের প্রথম গঠিত জেলা যশোর। মূলত একজন জেলা কর্মকর্তার পক্ষে বৃহৎ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজ করা অসম্ভব হয়ে পড়ে। এছাড়া মগ এবং বর্গী নামীয় জলদস্যুদের হাত থেকে এ এলাকার জনসাধারণকে রক্ষা করার জন্যই ১৮৪৫ সালে যশোর জেলার প্রথম মহকুমা করা হয় মাগুরাকে। এই মগ জলদস্যুদের স্থানীয় ভাষায় মগরা বলা হতো। এই মগরা থেকেই মাগুরা নামের উৎপত্তি হয়েছে বলে কথিত রয়েছে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসাবে মাগুরাকে ১৯৮৪ সালে মহকুমা থেকে জেলায় উন্নীত করা হয়।

মাগুরা আদালতের ইতিহাস

মাগুরা জেলা ও দায়রা জজ আদালত ১ লা সেপ্টেম্বর, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এর পূর্বে  ১৯০৫ সালে মুন্সেফ আদালত প্রতিষ্ঠা করা হয়ব্রিটিশ শাসনামলে, পাকিস্থান আমলে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে মুন্সেফ আদালতের কার্যক্রম চলমান ছিল। পরবর্তীতে মহকুমা থেকে জেলায় উন্নীত হবার পরে ১ লা সেপ্টেম্বর, ১৯৮৪ সালে বর্তমান মাগুরা জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন সময়ে লাল ভবনে জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম পরিচালনা করা হতো। পরবর্তীতে সেই লাল ভবন কে ভেঙ্গে বর্তমান ভবনের নির্মান করা হয়। গত ৪ ঠা সেপ্টেম্বর, ১৯৯৫ সালে বর্তমান ভবনের উদ্বোধন করা হয়।   

জেলা ও দায়রা জজ আদালত

১ লা সেপ্টেম্বর, ১৯৮৪ সালে মাগুরাতে জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠিত হয়। প্রথম জেলা ও দায়রা জজ ছিলেন জনাব খোন্দকার মোঃ আবু বকর। মাগুরাতে দুইটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, দুইটি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, দুইটি সিনিয়র সহকারী জজ আদালত এবং দুইটি সহকারী জজ আদালত রয়েছে। বর্তমানে মাগুরার জেলা ও দায়রা জজ আদালতে ১৭,২৮৪  টি মামলা বিচারাধীন রয়েছে।

ম্যাজিস্ট্রেট আদালত

১লা নভেম্বর, ২০০৭ সালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মাগুরা প্রতিষ্ঠিত হয়। এ জেলার প্রথম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন জনাব শেখ জালাল উদ্দীন। বর্তমানে এ জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত মোট ০৫ টি আদালত রয়েছে। এ জেলায় মাগুরা সদর, মহম্মদপুর, শালিখা এবং শ্রীপুর নামে চারটি থানা রয়েছে। বর্তমানে মোট ৪০৮৭ টি মামলা বিচারাধীন রয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

মাগুরা জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৮ সালে প্রতিষ্ঠিত রয়েছে।এর পূর্বে বিজ্ঞ জেলা ও দায়রা জজ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে এ ট্রাইব্যুনাল এর বিচারক এর দায়িত্ব পালন করতেন। এ ট্রাইব্যুনাল এর প্রথম বিচারক ছিলেন জনাব মোঃ জামিউল হায়দার।

ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল

মাগুরাতে একটি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল রয়েছে। ২০১৩ সালে ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল প্রতিষ্ঠা করা হয়েছে।

জেলা লিগ্যাল এইড অফিস

মাগুরা জেলায় একটি লিগ্যাল এইড অফিস রয়েছে। এখানে দুস্থ দরিদ্র মানুষকে বিনা খরচে আইনী সেবা প্রদান, বিরোধ নিষ্পত্তিসহ আইনী পরামর্শ প্রদান করা হয়ে থাকে। জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে মূল আদালত ভবনের নিচতলায় একটি মার্তৃ দুগ্ধ কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে।

আদালতের অবকাঠামো

জেলা ও দায়রা জজ আদালতটি একটি দুইতলা বিশিষ্ট ভবন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নয় তলা ভবনের কাজ চলমান রয়েছে। বর্তমানে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান দুইতলা বিশিষ্ট ভবনেই চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামগ্রীক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মাগুরা আইনজীবী সমিতি

মাগুরায় একটি ঐতিহ্যবাহী আইনজীবী সমিতি রয়েছে। আইনজীবী সমিতি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। মাগুরার বর্তমান আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ আবু আয়ুব বিশ্বাস এবং সেক্রেটারি হিসাবে আছেন এ্যাডভোকেট মোঃ সাজিদুর রহমান সংগ্রাম। বর্তমানে এই ঐতিহ্যবাহী বারে ২৭০ জন বিজ্ঞ আইনজীবী তালিকাভুক্ত রয়েছে। 

 

প্রস্তুতকরণেঃ

রোমানা রোজী, সহকারী জজ, মাগুরা

মু. হাবীবুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাগুরা

সুমনা পাল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাগুরা

মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী জজ, মাগুরা